সৌদি আরবে আরও ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে অভিযান চালিয়ে আরও ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর সৌদি গেজেটের।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সাত দিনের অভিযানে ২৩ হাজার ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৮৩ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৬ হাজার ২১০ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৯০১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, যে কারণ জানাল কর্তৃপক্ষ
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে বর্তমানে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং দুই হাজার ৫৩৪ জন নারীসহ মোট ৩১ হাজার ১৩৯ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।
এর আগে সৌদি আরব গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ১৫৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।