যুদ্ধের ১০০০ তম দিন: রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারে সম্মতি দিলেন পুতিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১২ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৬ PM
শত্রু দেশের বিরুদ্ধে রাশিয়ার সেনাকে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দিলেন ভ্লাদিমির পুতিন। রুশ-ইউক্রেন যুদ্ধের হাজারতম দিনেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই সই করার মধ্য দিয়ে, পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত হলে একটি অ-পারমাণবিক রাষ্ট্রে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরও বিস্তৃত করেছেন পুতিন। পুতিনের এই নতুন নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠলেও, ইউক্রেন প্রসঙ্গে মার্কিন নীতির জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্টের আসন থেকে বিদায় নেয়ার আগেই জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। আর ওই খবর জানাজানি হতেই মস্কোর তরফে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেয়া হবে।
কুর্সি থেকে গলা বিদায় নেয়ার কয়েকদিন আগেই কেন বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন তা নিয়ে নানা জল্পনা চলছে। হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটে বাইডেনকে কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘ট্রাম্পের দায়িত্ব নেয়ার আগেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন বিদায়ী প্রেসিডেন্ট।’
এদিকে, ইউক্রেনকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছে ক্রেমলিন। বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের কোনো প্রভাব পড়বে না যুদ্ধে। ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।