পরাজয়ের পর কোন পথে হাঁটবেন কমলা হ্যারিস?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২৮ PM
নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। যা দেশটির দীর্ঘ ইতিহাসে একটি বিরল ঘটনা।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নতুন নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারির মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিসকে হোয়াইট হাউস ত্যাগ করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন ওহাইওর সিনেটর জে ডি ভ্যান্স, যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
এইদিকে, কমলা হ্যারিস, যিনি প্রায়শই নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কথা বলেন, তিনি পরাজয়ের পরও তার লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন- এই নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশিত ছিল না, তবে আমেরিকার প্রতিশ্রুতি সর্বদা জ্বলবে। পরাজয়ের পর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কমলা তার সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, লড়াই কিছুটা সময় নিতে পারে, তবে এর অর্থ এই নয় যে আমরা পরাজিত হব। তরুণ প্রজন্মের প্রতি তার বার্তা ছিল অনুপ্রেরণামূলক, যেখানে তিনি তাদের ‘আলো দিয়ে অন্ধকারকে দূর করার’ আহ্বান জানান।
কমলা ট্রাম্পকে ফোন করে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন, যা রাজনৈতিক সৌজন্যের প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে। এই নির্বাচনের পরবর্তী সময়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক গতিপ্রকৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে অনেকেই মনে করছেন।
এর আগে, ২০১৬ সালে ট্রাম্প আরেক নারী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।