রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার দক্ষিণ আদিগিয়া প্রজাতন্ত্র অঞ্চলের খানস্কায়া সামরিক বিমানঘাঁটিতে আঁচড়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার নিউজ আউটলেট ম্যাশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার ড্রোন ওই বিমান ঘাঁটির কাছে ভূপাতিত করা হয়েছে। মিডিয়াটি তার একটি ছবিও প্রকাশ করেছে।
এই আঞ্চলের প্রধান মুরাত কুম্পিলভ টেলিগ্রামে পৃথক এক বার্তায় বলেছেন, একই এলাকার রডনিকোভি গ্রামটি ড্রোন হামলা হয়েছে। হামলার পরে আগুনের কারণে গ্রামটি খালি করা হচ্ছে। তিনি বলেন, হামলাটি মেকপ শহরের উপশহরকে লক্ষ্য করে হয়েছে, মূলত সেখানে বিমানঘাঁটি অবস্থিত। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে বার্তা সংস্থা আরআইএ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, যে বৃহত্তর কুবান ও আদিগিয়া অঞ্চলে এক রাতে ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধনে তা’মীরুল মিল্লাত ক্যাম্পাসে প্রাণবন্ত ইফতার

ক্যান্টনমেন্ট বসে ভারতের পরিকল্পনায় নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
