ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, সৌদি আরবে আটক ৮ বাংলাদেশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করায় আট বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব পুলিশ। গত ১৬ আগস্ট সৌদি আরবের মাহাইলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় সৌদি আরবে অবস্থানরত বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থক প্রবাসীরা অংশ নেন। দোয়া মাহফিল ও আলোচনা সভার শেষের দিকে আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় সৌদি আরবের মাহাইল পুলিশ।
সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন- চট্টগ্রামের বাঁশখালীর হাফেজ রহমতুল্লাহ, চট্টগ্রামের সাতকানিয়ার সেলিম উল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর মো. খলিলুর রহমান, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ জয়নাল আবেদীন, চট্টগ্রামের সাতকানিয়ার মাওলানা ইউসুফ, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ওমর ফারুক ও বান্দরবানের মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: আগামীকাল ঢাকায় শহীদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এদিকে আটককৃত আট বাংলাদেশির মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সাথে ভুক্তভোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা যোগাযোগ করলেও কোনো সমাধান আসেনি। এমতাবস্থায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে নুরুল কবির বলেন, আমরা মনে করি বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালালেই শুধু আটককৃতদের মুক্তি সম্ভব। অন্যথায় সৌদি আরবের পুলিশ তাদের মুক্তি দিবে না। এমতাবস্থায় আটককৃতদের মুক্তিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।