একই ক্লাসে ২৩ জোড়া যমজ সন্তান, অস্বাভাবিক বলছে প্রধান শিক্ষক

  © সংগৃহীত

ম্যাসাচুসেটস বিদ্যালয়ের অষ্টম গ্রেড স্নাতক ফলাফলধারীদের মধ্যে অত্যাধিক জমজ সন্তান নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অষ্টম গ্রেড থেকে ২৩ জোড়া যমজ সন্তান স্নাতক হয়েছে, যা মোট স্নাতকদের প্রায় ১০%।

নিডহামের পোলার্ড মিডল স্কুলে যমজরা একই রকম দেখতে এবং আলাদা দেখতে দুই ধরনের সন্তানই রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তামাথা বিবো জানান, এছাড়াও আরও একটি যমজ সন্তান ছিল, কিন্তু তার দুই ভাই-বোনের মধ্যে একজন আলাদা স্কুলে পড়াশোনা করে।

বিবো বলেন, "এটি বেশ অস্বাভাবিক। সাধারণত আমাদের স্কুলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ জোড়া যমজ থাকে। আমাদের স্কুলে প্রতি গ্রেডে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন শিক্ষার্থী থাকে, তাই এই সংখ্যাটি অনেক বেশি "

তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ "মুভিং আপ" নামের স্নাতক সমাপনী অনুষ্ঠান পর্বে এই ২৩ জোড়া যমজ সন্তানদের বিশেষভাবে সম্মানিত করে।

জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে প্রায় ৩% যমজ হয়।


সর্বশেষ সংবাদ