বিশ্বে বছরে ৩০ কোটি শিশু যেভাবে অনলাইনে যৌন নিপীড়নের শিকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ২৮ মে ২০২৪, ০৯:৪৭ AM
বিশ্বের ৩০ কোটির বেশি শিশু বছরে অনলাইনে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হয় বলে গবেষণায় উঠে এসেছে। প্রতি আটজন শিশুর একজন এক বছরে অসম্মতিমূলক কথাবার্তা, যৌনতাসম্পর্কিত ছবি এবং ভিডিও অনুমতি ছাড়াই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার শিকার হয়েছে। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এটাই বিশ্বে বড় পরিসরে অনলাইনে শিশু হয়রানি নিয়ে প্রতিবেদন। বিশ্বজুড়ে ভুক্তভোগী শিশুর এ সংখ্যা অন্তত ৩০ কোটি ২০ লাখ। সোমবার (২৭ মে) গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বজুড়ে শিশুদের নিপীড়নের সমস্যা থাকলেও বেশি ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানকার প্রতি নয়জন পুরুষের একজন অনলাইনে শিশুকে নিপীড়নের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে অনাকাঙ্ক্ষিত যৌনতাবিষয়ক কথাবার্তা (সেক্সটিং) ও প্রাপ্তবয়স্কদের কাছ থেকে যৌন কার্যকলাপের জন্য অনুরোধের সংখ্যা ৩০ কোটি হতে পারে। শিশুদের নিপীড়ন–সংক্রান্ত অপরাধগুলোর মধ্যে ছবি গোপন রাখাতে টাকা দাবি করাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিপফেক ভিডিও ও ছবি তৈরির মতো প্রযুক্তির অপব্যবহারের বিষয়গুলো যুক্ত আছে।
আরো পড়ুন: অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক
চাইল্ডলাইটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেছেন, শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় এমন ফাইল গড়ে প্রতি সেকেন্ডে একবার জমা হচ্ছে নজরদারি সংস্থার কাছে। এটি বিশ্বব্যাপী স্বাস্থ্য মহামারি, যা অনেক দিন লুকিয়ে আছে। প্রতিটি দেশেই এটা বেড়ে চলেছে। এটি বন্ধে উদ্যোগ প্রয়োজন। এএফপি।