রাস্তায় নেচে ভিডিও পোস্ট, দুই ইরানি তরুণী গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৪, ০৮:৩৮ PM
ইরানের রাজধানী তেহরানের রাস্তায় জনসম্মুখে নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা দুই তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (৯ মার্চ) তাজরিশ স্কয়ারে ওই দুই তরুণী পারসিয়ান নববর্ষ নওরোজ উপলক্ষ্যে নেচেছিলেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই তরুণীর নাচার ভিডিও ভাইরাল হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেহরানের কৌঁসুলি ওই দুই নারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তাজরিশ স্কয়ারে নাচার মাধ্যমে ওই দুই তরুণী সামাজিক মূল্যবোধ ভেঙেছেন।’
এর আগে গত মাসে রাস্তায় নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা এক যুগলকে সবমিলিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।
২১ বছর বয়সী আস্তিয়াজ হাকিকি ও তার বাগদত্তা ২২ বছর বয়সী আমির মোহাম্মদ আহমাদি ‘দুর্নীতি ও পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া, জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো এবং শাসন কাঠামোর বিরুদ্ধে অপপ্রচারের’ দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানা গেছে।