মানবপাচার সন্দেহে তিন শতাধিক ভারতীয় যাত্রীসহ বিমান আটক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ PM
একটা গোটা বিমান ভাড়া করে তিন শতাধিক ভারতীয়কে নিকারগুয়ায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ হওয়ায় যাত্রীসহ একটি বিমানটি ফ্রান্সে আটক করা হয়েছে।
আটক বিমানটি রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া এয়ারবাস এ৩৪০। শুক্রবার (২২ ডিসেম্বর) বিমান আটকের এই ঘটনায় বিমানের দুজনকে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। খবর বিবিসির।
ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই বিমানটিতে মানব পাচার করা হচ্ছিল, এরকম সন্দেহ করেই বিমানটিকে আটক করা হয়েছে প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরের ভেট্রি বিমানবন্দরে। এই ঘটনায় নিরাপত্তা কর্মীরা বিমানটি থেকে দুইজনকে হেফাজতে নিয়েছেন আর তার পরেই পুরো বিমানবন্দরই সিল করে দেওয়া হয়েছে।
বিমানটিতে করে ওই ভারতীয় নাগরিকদের কেন নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল তা সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করেছে দেশটির তদন্ত সংস্থা। আটকের পর বিমানটিকে ঘিরে রেখেছে পুলিশ। জানা গেছে আটক বিমানটিতে ৩০৩ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস
ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’ লিখেছে, ওই বিমানবন্দরে জ্বালানি নেওয়ার জন্য থেমেছিল বিমানটি। তারপরেই গোপন সূত্রে খবর পাওয়া যায় যে বিমানযাত্রীরা মানব পাচারের শিকার হয়ে থাকতে পারেন। তখনই কর্তৃপক্ষ বিমানটিকে আটকিয়ে দেন।
ফ্রান্সের ভারতীয় দূতাবাস ঘটনাটি নিশ্চিত করে এক বার্তায় জানিয়েছে, দুবাই থেকে নিকারাগুয়ার দিকে যাওয়া বিমানটিতে মূলত ভারতীয় বংশোদ্ভূত যাত্রীরা আছেন। মার্ন অঞ্চলের ভেট্রি বিমানবন্দরে যান্ত্রিক কারণে আটকিয়ে রাখা হয়েছে। দূতাবাস থেকে একটি দল সেখানে পৌঁছেছে এবং যাত্রীদের সঙ্গে দেখা করার জন্য কন্সুলার অ্যাক্সেস পাওয়া গেছে। দূতাবাস বিষয়টি তদন্ত করছে।