আল আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরায়েলি হামলা

আল-আকসা মসজিদের ইমাম শেখ ইখরিমাহ সাবরি
আল-আকসা মসজিদের ইমাম শেখ ইখরিমাহ সাবরি  © সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরের পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ ইখরিমাহ সাবরির বাড়িতে হানা দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। রবিবার (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-সাওয়ানা এলাকায় অবস্থিত শেখ ইখরিমাহর বাড়িতে হানা দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা।

শেখ ইখরিমাহ জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান এবং জেরুজালেম এবং ফিলিস্তিনি ভূখণ্ডের সাবেক ধর্মীয় নেতা। তিনি ফিলিস্তিনের স্কলার ও ধর্মীয় নেতাদের সংগঠন, জেরুজালেমের সুপ্রিম ফতোয়া কাউন্সিল এবং সুপ্রিম ইসলামিক অথরিটির প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন। 

অন্যদিকে ফিলিস্তিনিদের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়াতে হামলা চালিয়ে ২১ বছর বয়সী এক তরুণ হত্যা করেছে। এছাড়া তারা পশ্চিম তীরের বেশ কিছু শরণার্থী শিবিরে অভিযান প্রসারিত করেছে। হামলা চালানো হচ্ছে বাড়ি ঘরেও। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলার চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনী। এতে পশ্চিম তীরে ২৫৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।  

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় শুধু গাজায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক আলজাজিরাকে রোববার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৭০০ ফিলিস্তিনি। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence