ইরানে সামরিক হামলার হুমকি দিল ইসরায়েল

ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত
ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত  © সংগৃহীত

হামাসের সঙ্গে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিলে ইরানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। রবিবার দ্য মেইলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত এ কথা বলেন। তিনি ইরানকে সতর্ক করে বলেন, লেবাননে তাদের মদদদাতা গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করলে ইরানের আয়াতুল্লাহ ‘পৃথিবীর মুখ থেকে মুছে যাবে’।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ‘নিশ্চিহ্ন’ করতে গাজা উপত্যকায় ইসরায়েলের একটি প্রত্যাশিত স্থল অভিযানের আগে তার এমন উস্কানিমূলক মন্তব্য দ্রুত ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের ভয়ানক ভীতিকে উত্থাপন করে।

রি বারকাত বলেন, ‘‘ইসরাইল শুধুমাত্র হিজবুল্লাহকে নির্মূল করবে না, যদি তারা বিশ্বাস করে যে সন্ত্রাসী গোষ্ঠী একটি ‘উত্তর ফ্রন্ট’ খুলছে, তবে ‘আমরা আসলে ইরানকে লক্ষ্যবস্তু করব।’’

ইরানকে ‘সাপের মাথা’ অ্যাখ্যা দিয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, ‘‘ইরানের পরিকল্পনা হলো সব ফ্রন্টে ইসরাইলকে আক্রমণ করা। আমরা যদি দেখতে পাই যে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে, আমরা কেবল সেই ফ্রন্টগুলোতে প্রতিশোধ নেব না, আমরা ‘সাপের মাথা’য় যাব, যা ইরান।’’


সর্বশেষ সংবাদ