মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ২৯৬ জন নিহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ AM
মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ছিল ভূমিকম্পটির উৎপত্তি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাখেস শহর। সেখানে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পুরোনো এ শহরে। ভূমিকম্পটি হয়েছে এ অঞ্চলে ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা জানিয়েছেন, পুরোনো শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি হয়েছে পাহাড়ি এলাকায়।