সমুদ্র পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ

জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমান অভিবাসীরা
জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমান অভিবাসীরা  © ফাইল ছবি

সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি নৌকার অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। অভিবাসী সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডারসের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। অভিবাসী সবাই আফ্রিকার অধিবাসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগাল থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি অভিবাসী নৌকায় ভ্রমণকারী অন্তত ৩০০ জন নিখোঁজ হয়েছেন বলে অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ওয়াকিং বর্ডারস রবিবার জানিয়েছে।

মালেনো বলেন, জাহাজে যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কোন খবর পাননি। তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণে কাফুনটিন থেকে ছেড়ে যায়। নিখোঁজ অভিবাসীদের পরিবার খুবই উদ্বিগ্ন রয়েছে।

পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। সেই তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে যেতে চান।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ জন শিশু। এর আগে ২০২১ সালে মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ১২৬।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আইওএম জানিয়েছে, ২০২২ সালে অবৈধভাবে ১৫ হাজার ৬৮২ জন অভিবাসনপ্রত্যাশী স্পেনে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।

তবে আইওএম বলছে, তুলনামূলকভাবে কমছে বলে মনে হলেও, ২০২০ সালের আগে যত অভিবাসনপ্রত্যাশী এই বিপজ্জনক পথে সাগর পাড়ি দিয়ে আসতেন, তার চেয়ে এখন অভিবাসনপ্রত্যাশীদের আসার হার অনেক বেশি।


সর্বশেষ সংবাদ