২৫ জুন ২০২৩, ১৩:১৭

পুতিন ভয়ে পালিয়ে গেছেন: জেলেনস্কি

পুতিন ও জেলেনস্কি  © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পেয়ে কোথাও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহের খবরে এমন মন্তব্য করেন তিনি। -খবর রয়টার্সের।

রাশিয়ার পরিস্থিতিকে পুরোপুরি ‘অরাজক অবস্থা’ বলে আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ক্রেমলিনের ব্যক্তিকে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছেন। আমি নিশ্চিত তিনি মস্কোয় নেই।

জেলেনস্কি আরও বলেন, এই হুমকি তিনি নিজেই তৈরি করেছেন। যত কুচক্রী, ক্ষয়ক্ষতি, বিদ্বেষ সব তার নিজের ছড়ানো। আজ বিশ্ব দেখলো রাশিয়ার নিয়ন্ত্রণে কিছুই নেই। রুশ সেনারা যত দীর্ঘ সময় ইউক্রেনে থাকবে ততই ধ্বংসপ্রাপ্ত হবে রাশিয়া।

এদিকে, ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন রোস্তভ-অন-ডন শহরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে প্রবেশ করেছেন দাবি করে ভিডিও পোস্ট করা হয়েছে।
 
ওয়াগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সদর দফতরে রয়েছি। বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক সুবিধাগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

আরও পড়ুন: যেসব কারণে রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহ
  
ভিডিও বার্তায় প্রিগোজিন জানান, তার সেনারা শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে- যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।
 
এর আগে ক্রেমলিন প্রিগোজিনকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই তিনি বিদ্রোহ ঘোষণা করেন। 

শুক্রবার (২৩ জুন) এক অডিওবার্তায় ওয়াগনার প্রধান বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনাসদস্যের মৃত্যুও হয়েছে। এ কারণে ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে যে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।