৯৯ দশমিক ৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি

শিক্ষার্থী
শিক্ষার্থী   © ফাইল ফটো

২০২৩ সালের পশ্চিমবঙ্গের মাধ্যমিক ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের ছাত্রী সে। ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ (৯৯.৫৭ শতাংশ) পেয়ে প্রথম হয়েছেন মাঝি।

শুক্রবার (১৯ এপ্রিল) ২০২৩ সালের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। প্রথম দশে স্থানে স্থান পেয়েছে ১১৮ জন। এই তালিকায় নেই কলকাতার কোন স্কুলের শিক্ষার্থীর নাম আসেনি। মেধাতালিকায় সব থেকে বেশি স্থান অধিকার করেছে মালদহের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা গেছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লাখ ৮২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২ জনের রেজাল্ট আটকে রয়েছে প্রযুক্তিগত কারণে।

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পরীক্ষার দু’মাসের ব্যবধানে ফলপ্রকাশ করল পর্ষদ।


সর্বশেষ সংবাদ