প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা যাবে ভারতে

ভারতের একটি প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন শিক্ষক
ভারতের একটি প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ছবি

প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও ভারতের কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন বিভিন্ন ফিল্ডের অভিজ্ঞ ব্যক্তিরা। শিক্ষার্থীদের শিল্পক্ষেত্র এবং বাস্তব জীবনের মধ্যে যোগ্যসূত্র তৈরি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিভিন্ন পেশায় কর্মরত অভিজ্ঞদের দেশটির কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অব প্র্যাকটিস হিসাবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে। এর ফলে পিএইচডির মতো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা শিক্ষকতা করতে পারবেন।

ইউজিসি’র নির্দেশে বলা হয়েছে, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, শিল্প ক্ষেত্র, আইন, গণমাধ্যম, সাহিত্য, চারুকলা, জনসেবা, সমাজবিজ্ঞান এমনকি, সেনাবাহিনী ক্ষেত্রের বিশেষজ্ঞেরাও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন। জাতীয় শিক্ষানীতি অনুসরণে শিক্ষার্থীদের শিল্পক্ষেত্র এবং বাস্তব জীবনের মধ্যে যোগসূত্র তৈরির জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক পদের ১০ শতাংশে এই পেশাদারদের নিয়োগ করা যাবে। নিয়মিত নিয়োগের পাশাপাশি এগুলো অতিরিক্ত নিয়োগ হিসেবে গণ্য হবে। সর্বাধিক তিন বছরের জন্য এই নিয়োগে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রে কর্মজীবন এক বছর বাড়ানো যেতে পারে। এই শিক্ষকদের বেতনের ভার বইতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে।

সূত্র : আনন্দবাজার


সর্বশেষ সংবাদ