ঢাবির সবচেয়ে বড় সাফল্য প্রায় বিনা পয়সায় সার্টিফিকেট দেয়
- রুশাদ ফরিদী
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১১:২২ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ১১:২২ AM
যেই বিশ্ববিদ্যালয়ে এখনও ন্যূনতম মানবাধিকার একটা ছাত্র পায় না, শিক্ষকেরা নিপীড়িত হয়, শিক্ষা এবং গবেষণার মান তলানিতে, সেটি বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, কোন বিদ্যালয়ই নয়।
যেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিয়মিত ছাত্রদের উপর নারকীয় অত্যাচার চালিয়ে সন্ত্রাসী ক্যাডার বানানোর প্রশিক্ষণ চলে সেই বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তিতে উল্লাস তো দূরের কথা, রীতিমতন শোক পালন করার কথা।
এই রকম একটা প্রতিষ্ঠান এইভাবে আর এক বছরও চলতে দেয়া উচিৎ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সাফল্য যে ইহা প্রায় বিনে পয়সায় একটা সার্টিফিকেট দেয়।
যা দিনকাল পড়ছে, এইটাই বা কম কি! অন্তত এজন্য প্রোফাইলে ১০০ বছর পূর্তির বিশেষ একটা ফ্রেইম ব্যবহার করা যেতেই পারে।
লেখক: সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
(ফেসবুক থেকে নেওয়া)