প্রশাসন ও রাজনীতি সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে চলছে প্রতারণা!

  © সংগৃহীত

সাধারণ মানুষের সরলতা ও অসহায়ত্বকে পুঁজি করে ‘চাকরি দেয়া’ ও ‘বিদেশ পাঠানো’র নামে বিভিন্ন মিডিয়া, সাইনবোর্ড, পোস্টারে চটকদার নিয়োগ বিজ্ঞপ্তি, ভিসা প্রসেসিং, মেডিকেল সার্টিফিকেটের নামে লাখো অসহায় বেকার যুবক-যুবতী ও তাদের পরিবারের বহু কষ্টে জোগাড় করা অর্থ হাতিয়ে নেয়া নাম সর্বস্ব ভূয়া প্রতিষ্ঠান ও ভয়ংকর প্রতারক চক্রে যেন দেশ সয়লাব! সংখ্যাটা কয়েক হাজার!

গতকাল এই সংক্রান্ত একটি পোস্ট দেয়ার পর শত-শত কমেন্ট থেকে কয়েকটি মাত্র নমুনা তুলে ধরলাম। বোঝা গেলো, বিশেষত ঢাকা শহরের ফার্মগেট, পল্টন, ফকিরাপুল, মিরপুর, মহাখালী, সাভার, আশুলিয়া এবং গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, চৌরাস্তা এলাকায় এমন অসংখ্য প্রতারক চক্রের ভূয়া কোম্পানির আধিক্য রয়েছে।

স্থানীয় প্রশাসন ও রাজনীতি সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন যাবত বেপরোয়াভাবে প্রকাশ্যেই চলছে এমন প্রতারণা! এদের বিরুদ্ধে এখনই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে, প্রতিদিন হাজারো তরুণ-তরুণী প্রতারিত হবে।

ভুক্তভোগীসহ সচেতন নাগরিক হিসেবে আওয়াজ তুলুন। আপনার জ্ঞাতে থাকা এই ধরনের সকল প্রতারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য উপাত্ত Team Positive Bangladesh (TPB)- গ্রুপ ও Team Positive Bangladesh- TPB পেইজের ইনবক্সে এবং এই স্ট্যাটাসে কমেন্ট করে জানান।

টিপিবি, আপনাদের দেয়া তথ্য-উপাত্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সদস্যদের কাছে পৌঁছে দেবে এবং এই ভয়ানক প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে কাজ করবে।

আমাদের গর্বের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত র‍্যাব, ডিএমপি, সাইবার ক্রাইম ইউনিট, সিআইডি, এসবি, ঢাকা জেলা, গাজীপুর জেলা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বঙ্গবন্ধুর বাংলায় প্রতারকদের ঠাঁই নাই!

লেখক: ডাকসুর সাবেক জিএস ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

(ফেসবুক থেকে নেওয়া)


সর্বশেষ সংবাদ