জাতীয় বিশ্ববিদ্যালয় যেন জাতীয় খেলা হাডুডু

  © টিডিসি ফটো

আমাদের একটি বিশ্ববিদ্যালয় আছে যার নাম ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’! এই নামের একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা বাংলাদেশ নামক রাষ্ট্রটির representative, অহংকার ঠিক যেমন সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় (National University of Singapore)! সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের একটি। জাতীয় বিশ্ববিদ্যালয় এমনই হওয়া উচিত। কারণ যেকোন কিছুর সাথে ‘জাতীয়’ শব্দটি ব্যবহার করলে সেটি আলাদা একটা মহাত্ম পায় যেমন জাতীয় ফল, জাতীয় কবি, জাতীয় সংগীত ইত্যাদি।

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যেই পরে না। বিশ্ববিদ্যালয় হতে তাকে গবেষণার মাধ্যমে নিয়ত জ্ঞান সৃষ্টি করতে হবে এবং একই সাথে জ্ঞান বিতরণ করতে হবে। প্রথমটিতেতো একদম শূন্য পাবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির সাথে গবেষণার কোন সংযোগ নাই। দ্বিতীয়ত এর জ্ঞান বিতরণ কাজেও এই প্রতিষ্ঠানটি নিয়োজিত না।

জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে মানহীন কাগুজে সার্টিফিকেট বিতরণ কেন্দ্র। বাংলাদেশের শিক্ষার মানকে ক্রমেই নামিয়ে দেওয়ার পেছনে এর ভূমিকা অকল্পনীয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেটি ছাত্রছাত্রীদের কাছ থেকে নানা রকমের ফী নিয়ে বিশাল অর্থ আয় করে কেবল ধনীই হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের গবেষণা ও মান সম্পন্ন পাঠদানে ওই টাকার একটি অংশও ব্যায় করছে না। কলেজে নাই শিক্ষক, নাই ল্যাব ফেসিলিটি অথচ অনার্স ও মাস্টার্স পড়ানোর অনুমোদন দিয়ে একেকটি কলেজে হাজার হাজার ছাত্র ভর্তি করে ভর্তি ফী, পরীক্ষা ফী ইত্যাদি নিচ্ছে। এটি যেন আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়ের লেখাপড়া নিয়ে হাডুডু খেলছে।

তারা পারতো তাদের নিজস্ব একটি টিভি চ্যানেল খুলতে যার মাধ্যমে তৃতীয়, চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের বিভিন্ন কোর্সের উপর দেশ বিদেশ থেকে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করে পাঠদান করতে। এমনকি দেশ বিদেশের ভালো মানের শিক্ষক নিয়োগ দিয়ে তাদের ভ্রাম্যমান শিক্ষক হিসাবে ব্যবহার করে তাদেরকে দিয়ে বিভিন্ন কলেজে পাঠদান করাতে পারতেন। কলেজ শিক্ষকদের উচ্চশিক্ষা বিশেষ করে পিএইচডি ডিগ্রী লাভে সহযোগিতা করতে পারতেন। এইগুলো করলেওতো দেশের শিক্ষার মান কিছুটা হলেও বাড়তো। (ফেসবুক থেকে)

লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ