ভি-রোল ফরম জমা দেয়ার সময় বাড়ালো এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জুলােই  পর্যন্ত ভি-রোল ফরম জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগ সুপারিশকরণের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির ২য় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তি এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম এনটিআরসিএ দপ্তরে সরাসরি পৌঁছানোর তারিখ ৩০ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির কারণে উক্ত সময়সীমা আগামী ০৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হলো।’’ 

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় নিয়ে যা বলছে এনটিআরসিএ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, ‘‘নির্ধারিত তারিখের পর আর কোন ভি-রোল ফরম গ্রহণ করা হবে না। কোন প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে উক্ত প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে না।’’


সর্বশেষ সংবাদ