ভুল সংশোধন করলো এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) বিশেষ গণবিজ্ঞপ্তিতে ট্রেড কোর্সের নামের ভুল সংশোধন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব শিক্ষমান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে ভুল সংশোধন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির ১ নং ক্রমিকের ট্রেড ইনস্ট্রাক্টর পদের নামের ৪ নং ক্রমিকে বর্ণিত ট্রেডের নাম জেনারেল ইলেক্ট্রনিক ওয়ার্ক এর পরিবর্তে জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্ক হবে।


সর্বশেষ সংবাদ