এনটিআরসিএ চেয়ারম্যানের শার্ট টেনে ধরল আন্দোলনকারীরা, অতঃপর...
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে চলা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের আন্দোলন চলাকালীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গাড়ি আটকে হামলার চেষ্টা হয়েছে। পরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। এ সময় আন্দোলনকারীরা চেয়ারম্যানের শার্ট টেনে ধরে তাকে হেনস্তা করেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে এনটিআরসিএ কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান আমিনুল ইসলাম গাড়ি নিয়ে বের হচ্ছিলেন।
আরও পড়ুন: বিশেষ নয় আসছে সপ্তম গণবিজ্ঞপ্তি, টেলিটক-এনটিআরসিএর সভায় আরও যে সিদ্ধান্ত
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং এনটিআরসিএ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টেলিটকের সঙ্গে সভা শেষে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান। এ সময় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত আন্দোলনকারীরা চেয়ারম্যানের গাড়ি আটকে দেন। পরে জোর পূর্বক চেয়ারম্যানকে বক্তব্য দিতে বাধ্য করেন তারা। বক্তব্য শেষে চেয়ারম্যান পায়ে হেঁটে গাড়িতে ওঠার সময় পেছন থেকে তার শার্ট টেনে ধরে তাকে হেনস্তা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ চেয়ারম্যানের শার্ট টেনে ধরার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। নিজেদের নিরাপত্তা এবং এনটিআরসিএ কর্মকর্তাদের বাঁচাতে পুলিশ লাঠিচার্জ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নি বলেও জানান তিনি।’