১৭তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীর নিবন্ধন সনদ বাতিল করল এনটিআরসিএ
ভুল তথ্য দিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীর নিবন্ধন সনদ বাতিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর ৪০৫০০২৭১৯ রোল নম্বরধারী ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছরের অনার্স ডিগ্রি লাভ করেন এবং উক্ত শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিহাস বিষয়ে পদে অংশগ্রহণ করে নিবন্ধন প্রত্যয়নপত্র লাভ করেন।
আরও পড়ুন: এপ্রিলের বেতন কবে—জানাল শিক্ষা মন্ত্রণালয়
সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২০ এর প্রকাশিত বিজ্ঞপ্তির ৬ (ক) নং ক্রমিকে উল্লেখ রয়েছে “শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ (Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না”। উক্ত বিজ্ঞপ্তির ৩ (খ) নং ক্রমিকে উল্লেখ রয়েছে “Online-এ আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ও সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত”।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের ১০ মার্চ ২০২০ তারিখের জবি/পনি-০৩/ফলাফল/অ-ইতি/(পার্ট-২) / ২০০৭/৫৬০ স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক একাডেমিক কাউন্সিল/সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইতিহাস বিভাগের ২০১৯ সালের বিএ (অনার্স) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ১০ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত হয়। ইমদাদুল হক সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত সময়ে ইতিহাস বিষয়ে ০৪ (চার) বছরের অনার্স ডিগ্রি অর্জন না করেও সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এ ইতিহাসের প্রভাষক পদে অংশগ্রহণ করেন এবং উক্ত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র লাভ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স পরীক্ষায় অবতীর্ণ (Appeared) প্রার্থী ইমদাদুল হক-এর ভুল তথ্য/ফলাফল প্রদান করে নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জনের অভিযোগ “বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)” এর ১২(২) বিধি অনুযায়ী তদন্ত করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায়, “বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)” এর ১২(২) বিধি অনুযায়ীসপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ ইমদাদুল হকে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি বাতিল করা হলো।