শূন্য পদে বদলির দাবিতে এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের ডাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে সমপদ-সমস্কেলে শূন্য পদে বদলির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। দ্রুত বদলি প্রজ্ঞাপনের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর (বুধবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লংমার্চ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ ২০২৩ সাল হতে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পাল করা হয়। পরে ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিনেও বদলি প্রজ্ঞাপন জারি হয়নি।
এর আলোকে দ্রুত বদলি প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে ঢাকা জাতীয় প্রেসক্লাবে গত ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করা হয়। প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে কুটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পুনরায় গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। ৯ অক্টোবর শাহবাগে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
আরো পড়ুন: সরকারিতে ৩২, নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়স কত?
এর পরিপ্রেক্ষিতে আবারও শিক্ষা উপদেষ্টা পরিপত্রের কাজ চলমান বলে আশ্বস্ত করেন। তবে এখনো শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় সুপারিশপ্রাপ্ত বদলি প্রত্যাশী শিক্ষকরা উদ্বিগ্ন। দ্রুত একই সফটওয়্যারের মাধ্যমে স্কুল, কলেজ থেকে মাদ্রাসা, কারিগরি এবং মাদ্রাসা, কারিগরি থেকে স্কুল, কলেজে সমপদ-সমস্কেলে শূন্য পদে দ্রুত বদলি প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে শিক্ষা মন্ত্রনালয়ের সামনে লংমার্চ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।