ই-রেজিস্ট্রেশনের সময় ফের বাড়াল এনটিআরসিএ

  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক শূন্যপদে তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় আরো ছয়দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 
 
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এনটিআরসিএর ওয়েবসাইটে ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনটিআরসিএ’র পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য পুনরায় ০৬ ডিসেম্বর ২০২৪ খ্রি: পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু, এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্ৰহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী ৩ (তিন) বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘যে সকল প্রতিষ্ঠান ৩০ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নপূর্বক অনলাইনে চাহিদা (e-R ও ফি প্রদান করেছেন তাদেরকে নতুন করে ই-রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।’


সর্বশেষ সংবাদ