১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হবে কী?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০১:০০ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ০১:০৩ PM
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও সেখান থেকে সড়ে এসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মার্চের শুরুতে পরীক্ষা আয়োজনের কথা বলা হলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এই অবস্থায় মার্চে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। এরপর প্রশ্নপত্র তৈরি করা থেকে শুরু করে তা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছাতেও বেশ সময় লাগবে। এছাড়া মার্চে পবিত্র রমজান থাকায় এই সময় পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
যদিও এনটিআরসিএ’র দাবি রোজার সঙ্গে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কোনো সম্পর্ক নেই। প্রিলিমিনারি পরীক্ষার সময় খুব কম থাকে। এছাড়া প্রার্থীরা নিজ জেলা অথবা বিভাগে পরীক্ষা দেবেন। কাজেই রমজানেও ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেশ কিছু কারণে ফেব্রুয়ারি মাসে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি আয়োজন করা সম্ভব হবে না। তবে আমরা রোজা শুরুর আগেই পরীক্ষা আয়োজন করতে চাই। রোজার মধ্যে পরীক্ষা হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যাই করব প্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে করব বলেও জানান তিনি।’
এর আগে গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে।
প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।