যে ৫ বিষয়ের নিবন্ধনধারীরা সহজেই সুপারিশ পাবেন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ সুপারিশ পান না অনেকেই। এক্ষেত্রে শূন্য পদ থাকাকেই দায়ী করেন চাকরিপ্রার্থীরা। তবে পাঁচটি বিষয়ে নিবন্ধন সনদ পেলে সহজেই নিয়োগ সুপারিশ পেতে পারেন নিবন্ধনধারীরা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি বিষয়ে পদ ফাঁকা থাকলেও যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। শূন্য পদ পূরণে বার বার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এই পদগুলো ফাঁকাই থেকে যাচ্ছে। আবার এমন কিছু পদও রয়েছে যেগুলো ফাঁকা নেই। এই বিষয়গুলোতে ৮০ নম্বর পেয়েও অনেকে নিবন্ধন সনদ পাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘স্কুল পর্যায়ে ফাঁকা পদের সংখ্যা বেশি। স্কুলের ইংরেজি বিষয়ের পদ ফাঁকা। তবে কলেজে ইংরেজি বিষয়ের পদ ফাঁকা নেই বললেই চলে। এছাড়া ফিজিক্যাল কেমিস্ট্রি, আইসিটি, চারুকলা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পদ ফাঁকা রয়েছে।’

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পদ ফাঁকা থেকে যায়। এর কারণ আমরা যোগ্য প্রার্থী পাই না। অনেক বিষয়ে নিবন্ধনধারী নেই। এই পদগুলোতে ৪০ পেয়েও অনেকে নিয়োগ সুপারিশ পান। আবার অনেকে পদ স্বল্পতার কারণে ভালো নম্বর পেয়েও নিয়োগ সুপারিশ পান না।’


সর্বশেষ সংবাদ