জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় কর্মসূচি ৩৫ প্রত্যাশীদের

জনসমাবেশ
শাহবাগে ৩৫ প্রত্যাশীদের জনসমাবেশ

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মসূচি ঘোষণা করেছে ৩৫ প্রত্যাশীরা। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এই কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু ও রবিউল বনি।

তারা জানান, এর আগেও আমরা টুৃঙ্গিপাড়ায় কর্মসূচি পালন করেছি। তবে এবার বড় পরিসরে এই কর্মসূচি পালিত হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীরা টুঙ্গিপাড়ায় সমবেত হবেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন: ৯ লাখ ফলোয়ারের পেজটিতে বছরে মাত্র একটি পোস্ট হয় 

টুৃঙ্গিপাড়ায় কর্মসূচি আয়োজন করার কারণ জানতে চাইলে তারা আরও জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এদিন টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সব নেতাকর্মী আসবেন। যেহেতু ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে চাকরির বয়সসীমা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তাই আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে বিষয়টি তুলে ধরবো। সেজন্য টুঙ্গিপাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে বেশ কয়েকবছর ধরে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। সবশেষ গত রবিবার শাহবাগের প্রজন্ম চত্ত্বরে জনসমাবেশ করেছে সংগঠনটি।