৩৫ প্রত্যাশীদের পক্ষে সংসদে দাবি উত্থাপন করলেন শামীম হায়দার

৩৫ আন্দোলন
শামীম হায়দার পাটোয়ারী

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ‘যুব প্রজন্ম সম্মিলিত ৩৫ ফেরাম’। এবার তাদের পক্ষে জাতীয় সংসদে দাবি উত্থাপন করেছেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে আয়োজিত অধিবেশনে এই দাবি উত্থাপন করেন তিনি।
 
দাবি উত্থাপনকালে শামীম হায়দার পাটোয়ারী বলেন, পৃথিবীর ১৬২টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ এর বেশি। আমাদের এখানে সেটা ৩০ বছরেই শেষ হয়ে যাচ্ছে। যুবকের বয়সের ডেফিনেশনে আমরা তাদের বয়স বলি ১৮-৩৫ বছর। তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন ৩০ বছরে আটকে থাকবে।

আরও পড়ুন: বুয়েটে চান্স পেল আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে পর্যালোচনা করে আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত।

এ বিষয়ে যুব প্রজন্ম সম্মিলিত ৩৫ ফেরামের অন্যতম সংগঠক সাজিদ সেতু দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘‘বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ছিলো। কিন্তু আজ অবধি তা আলোর মুখ দেখেনি। এদিকে করোনায় ২ বছর বয়স হারিয়ে এবং ৩০ পেরিয়ে যাওয়ায় প্রায় ২ লাখ যুবক-যুবতী এখন দিশেহারা। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার চেষ্টায় আছি। সংসদ শামীম হায়দার পাটোয়ারী আজ আমাদের দাবিটি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। এজন্য আমরা তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি’’।