চট্টগ্রামে অনুষ্ঠিত হলো রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সম্মেলন ‘আলোক’

৯ম রোটার‍্যাক্ট জেলা সম্মেলন ‘আলোক-২২’

জমকালো আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে শেষ হলো রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ৯ম জেলা সম্মেলন ‘আলোক-২০২২’। রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটির আয়োজনে গত শুক্র-শনি দুই দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

চট্টশরী রোড়স্থ চিটাগাং গ্রামার স্কুলে শুক্রবার (১৭ জুন) ৯ম রোটার‍্যাক্ট জেলা সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।

আরও পড়ুন: ৯৫ সরকারি কলেজের অধ্যক্ষদের বেতন এখন ৩য় গ্রেডে

কনফারেন্সের চেয়ারম্যান মো. জাহেদ হোসাইন চৌধুরীর পরিচালনায় ও রোটার‌্যক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) মো. আল আমিন সজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর সাবেক জেলা গর্ভনর এফ এইচ আরিফ, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ আগামী বছরের গভর্নর রোহেলা খাঁন চৌধুরী, ২০২৩-২৪ রোটারী বর্ষের জেলা গভর্নর  ইন্জিনিয়ার মতিউর রহমান, ২০২৪- ২৫ রোটারী বর্ষের জেলা গভর্নর এ এইচ এম ফয়সাল আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা রোটার‌্যাক্ট কমিটিরর চেয়ারম্যান মিজানুর রহমান, প্রোগ্রাম চীফ পেট্রন পিডিআরআর মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, প্রোগ্রাম চীফ এডভাইজর পিপি আবু তৈয়ব, প্রোগ্রাম মেন্টর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার, প্রোগ্রাম এডভিশন মন্জুরুর ইসলাম রায়হান,  পিডিআরআর আব্দুল আহাদ, ডিআরআর ইলেক্ট মো. সাজ্জাদ হোসাইন, ডিআরআর নমিনি শরীফুল ইসলাম অপুসহ সারা দেশ থেকে ৫ শতাধিক রোটার‌্যাক্টর। 

কনফারেন্সে বিভিন্ন বিষয়ে সেশন নেন মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নুর তুষার, ইয়াং লীডার ফারাজ করিম চৌধুরী, স্পিকার  ও লাইফ কোচ  জাবেদ পারভেজ, কার্টুনিষ্ট মোর্শেদ মিশুসহ আরও অনেকেই। 

রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) মো. আল আমিন সজীব বলেন, প্রত্যক ডিআরআরের স্বপ্ন থাকে একটি সুন্দর কনফারেন্স উপহার দেয়া। আমিও চেয়েছিলাম আমার রোটারি বর্ষের কনফারেন্সটা একটু ব্যতিক্রম শিক্ষামুলক হোক। আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা কনফারেন্স শেষ করতে পেরেছি। এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলো তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।