ত্রিশালে হেরোইনসহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক ত্রিশাল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) ত্রিশাল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকালে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার মধ্য রাতে উপজেলার নওধার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কবির হোসেন, মোস্তাফিজুর রহমান রাজন, মাহবুব হোসেন।
আরও পড়ুনঃ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না
পুলিশ জানায়, উপজেলার নওধার এলাকার রাসেলের টং দোকানের পিছন থেকে হেরোইন বিক্রয় করছিলো তারা। ১৮ পুড়িয়া হেরোইনসহ তাদের আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে এই মাদক তারা বহন করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।