জাবির পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি মাহফুজা মোবারক

জাবি
সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারককে বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিটিউট এর ৯ (১) ধারাবলে কতৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারককে

২০২১ পূর্বাহ্ন থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।