বার্সেলোনায় ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

বার্সেলোনায় ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ
সেন্টার ফর জিনোমিক রেগুলেশন, স্পেন

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে স্পেনের বার্সেলোনায় অবস্থিত সেন্টার ফর জিনোমিক রেগুলেশন (সিআরজি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মার্চ।

পড়ুন ৩ মাসের লিডারশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে সুইডিশ ইনস্টিটিউট

‘সিআরজি সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। এটি সিআরজি কর্তৃক পরিচালিত ১০ম ইন্টার্নশিপ প্রোগ্রাম। এ প্রোগ্রাম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় হতে পারে। সপ্তাহে ৪০ ঘন্টা করে মোট ৩২০ কর্মঘণ্টা ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে।

এ ইন্টার্নশিপের জন্য লাইফ সায়েন্স সংশ্লিষ্ট বিষয় যেমন বায়োইনফরমেটিক্স, বায়োমেডিসিন, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি বিষয়ে স্নাতকে কমপক্ষে ৪ সেমিস্টার শেষ করতে হবে এবং ভালো ফলধারী হতে হবে।

সেন্টার ফর জিনোমিক রেগুলেশন (সিআরজি) ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি স্পেনের বার্সেলোনায় অবস্থিত একটি বায়োমেডিকেল এন্ড জিনোমিক রিসার্চ সেন্টার।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রে ৩ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের মাসে ৬০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ বহন করা হবে।
* দুই মাসের জন্য বার্সেলোনার পাবলিক ট্রান্সপোর্টের টিকিট প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* লাইফ সায়েন্স সংশ্লিষ্ট বিষয় যেমন বায়োইনফরমেটিক্স, বায়োমেডিসিন, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি বিষয়ে স্নাতকে কমপক্ষে ৪ সেমিস্টার শেষ করতে হবে এবং ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
* আবেদনকারী শিক্ষার্থী এর আগে সিআরজি ইন্টার্নশিপে যোগ দেননি।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* মোটিভেমন লেটার।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* রেফারেন্স লেটার।
* প্রাতিষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন