নবীনদের আগমনে মুখরিত গবির আইন বিভাগ
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ এবং ফুল দিয়ে বরণ করা হয়। শনিবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের সিনিয়র প্রভাষক ফারাহ ইকবাল বলেন, নতুনদের আগমনে ডিপার্টমেন্টের পথচলা আরও সুগম হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ করোনার প্রাকৃতিক ভ্যাকসিন ওমিক্রন: ড. বিজন
অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রভাষক লিমন হোসেনের সঞ্চালনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গবিতে করোনাবিধি মেনে সশরীরে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।