শতাধিক আসন ছাড়ছে জামায়াত, ঘোষণা বিকেলে

জামায়াতের লোগো
জামায়াতের লোগো © সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে টানা দুই দিন ধরে চলা ব্যাপক আলোচনা ও দরকষাকষির পর অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল। সেই সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন আট দলের সাথে যুক্ত হচ্ছে আরও তিন দল। সূত্রের খবর, দলগুলোর জন্য সমঝোতার ভিত্তিতে ৯৯টি আসন ছাড়ার সিদ্ধান্তে পৌঁছেছে জামায়াত।  

দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) তিনটি দল যুক্ত হচ্ছে। দলগুলোর জন্য এখন পর্যন্ত ৯৯টি আসন ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। তবে ৩০ আসনের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলগুলো। এই ৩০টি আসনের ব্যাপারে অভ্যন্তরিন জরিপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। 

আরও পড়ুন: চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৪১তম বিসিএসের ৫ সহকারী পুলিশ সুপার

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জামায়াত সহ যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল।

যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রবিবার) আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে একটি যৌথ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আসন সমঝোতাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এ বিষয়ে আরও জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের জোটে নতুন করে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দলগুলো হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

তিনি জানান, নতুন তিনটি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতার কাঠামোতেও পরিবর্তন এসেছে। পূর্বে এনসিপির জন্য যে ৩০টি আসনের কথা আলোচনায় ছিল, তা আর থাকছে না। সংশোধিত সমঝোতা অনুযায়ী, এনসিপি পেতে যাচ্ছে ২০ থেকে ২৫টি আসন। অন্যদিকে নতুনভাবে যুক্ত হওয়া এলডিপি ও এবি পার্টির জন্য বরাদ্দ থাকছে মোট পাঁচটি আসন।

জামায়াতের এক শীর্ষ নেতা জানান, সমঝোতার আওতায় আসন বণ্টন, আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক ঐক্যের রূপরেখা আজকের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।