আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
ভোলায় একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা এবং মৃত মহসিন তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে আমির হোসেন শহরের কে জাহান মার্কেটের কে জাহান হোটেলের তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষটি ভাড়া নেন। পরদিন সন্ধ্যার পর থেকে তার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। রাত সাড়ে ১১টার দিকে কক্ষের দরজা বন্ধ ও ভেতরে অন্ধকার দেখতে পেয়ে বারবার নক করা হলেও কোনো সাড়া না মেলায় বিষয়টি সদর মডেল থানায় জানানো হয়।
আরও পড়ুন: ১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় আমির হোসেনের নিথর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, ‘হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার রহস্য উদ্ঘাটন হতে পারে।’