নতুন রূপে পুরোনো বিতর্ক, অস্বস্তিতে ক্রিকেটাররা
- ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগ—সংক্ষেপে বিপিএল। তবে সময়ের পরিক্রমায় নানান বিতর্কে জড়িয়ে থাকা এই টুর্নামেন্টকে অনেকেই মজা করে ‘বিতর্ক প্রিমিয়ার লিগ’ও বলেন। সময় বদলায়, আসর বাড়ে, কিন্তু বদলায় না একটাই জিনিস—বিতর্কের ছায়া। অবশ্য, এসব বিতর্ক-সমালোচনা একপাশে রেখে প্রতিবারই ভালো কিছুর স্বপ্ন বুনেন ক্রীড়াপ্রেমীরা। আর ক্রিকেটাররাও অপেক্ষায় থাকেন ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের।
তবে এবারও বোধ-হয় বির্তক দিয়েই শুরু হতে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্ট। বিপিএলে চিরচেনা এক বিতর্ক, নির্ধারিত সময়ে পেমেন্ট না পাওয়া। কালের পরিক্রমায় বিপিএল সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত বিষয়টি। সবশেষ ১১তম আসরে এই ইস্যুতে অনুশীলন বয়কট করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিলেন তারা। শেষমেশ বিসিবির আশ্বাসে ২২ গজে ফিরলেও গেল নভেম্বরেও ৩০ লাখ টাকা না পাওয়ার অভিযোগ তুলেন এনামুল হক বিজয়। এই তালিকায় ঢাকা ক্যাপিটালসসহ অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও রয়েছে।
এদিকে বিপিএলের ১২তম আসর মাঠে গড়াতে ৪৮ ঘণ্টাও বাকি নেই। এই মাঝে আলোচনায় ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু। সূত্র বলছে, এখন পর্যন্ত কেবল দুটি ফ্র্যাঞ্চাইজিই শুধু ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী ২৫ শতাংশ অর্থ দিয়েছে। বাকি ৪টির অবস্থা দিছি দিছি!
আরও পড়ুন : আসছেন না চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ!
সূত্র বলছে, সবার প্রথমে ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা জোগাতে এরই মধ্যে চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছে রংপুর রাইডার্সও।
তবে এখনও কোনো অর্থই পাননি চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। দলটির সূত্র বলছে, আজ-কালের মধ্যেই প্রথম ধাপের টাকা পেয়ে যাবেন। যদিও এবারের বিপিএলে বিতর্কের কেন্দ্রে থাকা দলটি শেষমেশ কখন কি করে, তা বুঝে উঠাও দায়!
ঢাকা-নোয়াখালীর ক্রিকেটারদের হালও একই! এখনও কোনো অর্থই হাতে পাননি দল দুটির ক্রিকেটাররা। দলগুলোর মালিকপক্ষ বলছে, দ্রুতই ২৫ শতাংশ পেমেন্ট দেবে তারাও।
এদিকে হোম ভেন্যুতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সিলেট। তবে মাঠের বাইরে তাদের জন্য অপেক্ষায় অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময় এসেও পারিশ্রমিকের প্রথম ধাপের টাকা হাতে পাননি দলটির খেলোয়াড়রা।হোম গ্রাউন্ডে সমর্থকদের সামনে নামার আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে।
সবমিলিয়ে এলোমেলো কোনো কিছুর দিকেই যাচ্ছে এবারের বিপিএলও! আর আর্থিক অনিশ্চয়তার অস্বস্তি নিয়েই ২২ গজে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররাও!