তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিএনপির সভায় হট্টগোল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় হট্টগোল
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় হট্টগোল © টিডিসি ফটো

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে কুমিল্লা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তাঁর বক্তৃতার আগে উপস্থাপক প্রধান অতিথি হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করামাত্রই মিলনায়তনে ‘ভুয়া ভুয়া’ ও ‘ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ স্লোগানে হট্টগোল শুরু হয়। এ সময় সভাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে জেলা ও মহানগর বিএনপির নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন-উর-রশিদ (ইয়াছিন)-এর অনুসারীরা। তারা মনোনয়ন পরিবর্তন করে আমিন-উর-রশিদকে প্রার্থী ঘোষণার দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আরও পড়ুন: হাদির হত্যার প্রতিবাদে মিছিলে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এ সভা শুরুর আগে মঞ্চে টাঙানো ব্যানারে প্রধান অতিথি হিসেবে মনিরুল হক চৌধুরীর নাম উল্লেখ করা হয়। ব্যানারে প্রধান বক্তা হিসেবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং সভাপতি হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের (সুমন)-এর নাম লেখা ছিল। পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হলেও সেখানে আমিন-উর-রশিদের নাম রাখা হয়নি।

সভা শুরুর আগেই বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিতর্ক শুরু হলে দ্রুত ব্যানার পরিবর্তন করা হয়। পরিবর্তিত ব্যানারে মোস্তাক মিয়াকে বিশেষ অতিথি করা হয় এবং আমিন-উর-রশিদকে প্রধান বক্তা হিসেবে দেখানো হয়। তবে শেষ পর্যন্ত আমিন-উর-রশিদ ওই সভায় উপস্থিত হননি।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, প্রধান অতিথির বক্তৃতার জন্য কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দর্শকসারিতে বসা নেতাদের একটি বড় অংশ ‘ভুয়া ভুয়া’ ও ‘ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ স্লোগান দিতে শুরু করেন। মঞ্চে উপস্থিত নেতারা বারবার শান্ত হওয়ার আহ্বান জানালেও স্লোগান বন্ধ হয়নি। একপর্যায়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রধান অতিথির সামনে থেকে মাইক্রোফোন নিয়ে সবাইকে শান্ত হতে বলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। প্রায় আড়াই মিনিট পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্য দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ব্যানারে সবার নাম থাকলেও ইয়াছিন (আমিন-উর-রশিদ) ভাইয়ের নাম না থাকায় সভার শুরুতেই অনেক নেতা-কর্মী অনুষ্ঠান বয়কট করতে চান। পরে দ্রুত ব্যানারে ইয়াছিন ভাইয়ের নাম যুক্ত করা হয়। তিনি আরও বলেন, প্রধান অতিথির নাম ঘোষণার সময় কিছু নেতা-কর্মীর মধ্যে হট্টগোল দেখা দিলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ছাড়া বড় কোনো সমস্যা হয়নি।