ঢাবি ভর্তি পরীক্ষার দিন মেট্রোরেলের ট্রিপ বাড়ানোর আহবান ডাকসুর
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন শিক্ষার্থীদের সুবিধার্থে মেট্রোরেলের দুই ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় কমানো ও ট্রিপ বৃদ্ধির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার (২২ ডিসেম্বর) ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাবির ক-ইউনিটের ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেলে ট্রিপ সংখ্যা বৃদ্ধি (৬ মিনিট পর পর) করার ব্যাপারে ডাকসুর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।’
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর এমআইএসটি’র পূর্ব নির্ধারিত ভর্তি পরীক্ষার পর একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পুনঃনির্ধারিত হয়েছে।
আরও পড়ুন: বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও বিভাগীয় ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা
সর্ব মিত্র চাকমা বলেন, ‘এ মতাবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ লক্ষ্য করে ডাকসুর পক্ষ থেকে ভিপি সাদিক কায়েম ও বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’