জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ কাল
- ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল ২১ ডিসেম্বর (রবিবার) বিকাল ৪টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ আশিক কবির চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একই দিন বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাবেন। এ জন্য শিক্ষার্থীদের nu atdg roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট [www.nu.ac.bd/admissions-এও](http://www.nu.ac.bd/admissions-এও) ফলাফল দেখা যাবে।
১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী যদি বর্তমানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) বা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকেন, তবে তাকে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ১ম রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত দুপুরে
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১ম রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীরা ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Applicant Login (Degree Pass Login) অপশন ব্যবহার করে Application ID ও PIN দিয়ে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন এবং এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। পাশাপাশি, ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ৭২০ টাকা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে।
সংক্রান্ত সময়ে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি যাচাই করে ২২ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চূড়ান্ত ভর্তি নিশ্চয়তা প্রদান করবে। কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবিতে অসংগতি থাকলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিশ্চয়তা না দিয়ে বিষয়টি লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করবে।
এছাড়া, কলেজ কর্তৃক ১ম রিলিজ স্লিপে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা শিক্ষার্থীপ্রতি ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেবেন। কলেজকে নিজস্ব লগইনের মাধ্যমে Admission Payment Info (Degree) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে নির্ধারিত সঞ্চয়ী হিসাব নম্বরে অর্থ জমা দিয়ে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে।