অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে এক সপ্তাহে কতজন গ্রেপ্তার, জানাল পুলিশ
- ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বিশেষ এ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ৬৯০ জন। এ ছাড়া কার্যক্রমের অংশ হিসেবে ৪২ হাজার ৮৯৪টির বেশি যানবাহনে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।
এআইজি শাহাদাত হোসাইন বলেন, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯০৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১টি শটগান, ৩টি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২তে ৪ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেভিল হান্ট ফেজ-২ তে গ্রেপ্তার হয় ৯৩৪ জন। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয় ১ হাজার ৩৭ জন।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েক জেলায়
এর আগে বৃহস্পতিবার পুলিশের অভিযানে সারা দেশ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ঢাকা রেঞ্জের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ১টি শটগান, ৩টি ককটেল ও দেশীয় অস্ত্র ৪টি উদ্ধার হয়। খুলনা রেঞ্জের যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় ৫টি ককটেল, ১টি ম্যাগাজিন ও ২টি বার্মিজ চাকু উদ্ধার হয়।
চট্টগ্রাম রেঞ্জের রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে এলজি ১টি, কার্তুজ ১ রাউন্ড। সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকা থেকে পাইপগান ১টি, গুলি ২ রাউন্ড ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে উদ্ধার হয় ২ রাউন্ড কার্তুজ, খালি কার্তুজ ১৩ রাউন্ড, বিস্ফোরিত গ্যাস সেল ৪টি, অবিস্ফোরিত গ্যাস সেল ২টি।
এ ছাড়া ডিএমপি’র গুলশান থানা থেকে ১টি বিদেশি রিভলবার, খিলগাঁও থানা এলাকা থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড গুলি এবং কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু করে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।