হাদি চোখ খুলেছে, মাথায় ব্যান্ডেজ—এ ধরনের ছবি ভুয়া: ডা. মাহমুদা
- ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চোখ খুলেছে,মাথায় ব্যান্ডেজ; এ ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এগুলো ভুয়া এবং এআই দিয়ে তৈরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা বলেছেন তিনি। মাহমুদা মিতু লিখেছেন, ‘হাদিকে নিয়ে যেসব তথ্য ও ছবি ছড়াচ্ছে, সেগুলোর বিষয়ে সবাইকে বিনীতভাবে একটি কথা বলতে চাই। হাদির মাথার হাড় খুলে রাখা আছে। চুল থাকা তো অনেক দূরের কথা। সাধারণত ব্রেইনের অপারেশনে মাথার ভেতরের চাপ কমানোর জন্য হাড় খুলে রাখা হয় এটাকে ডিকম্প্রেশন বলা হয়।’
তিনি বলেন, ‘ভয় পাবেন না, কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ক্ষেত্রেও মাথার হাড় খুলে রাখা হয়েছিল এবং সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, হাড় নেই, চাপ দেবেন না। ওই হাড় কিন্তু লাগিয়ে দেয়া হয়েছিল। তবে হাদি চোখ খুলেছে, মাথায় ব্যান্ডেজ, এ ধরনের ছবি সম্পূর্ণ ভুয়া।’
আরও পড়ুন: বাইরে ঘুরব মুক্ত পাখির মতো স্বাধীনভাবে, গুলি খাওয়ার ভয়ে বাসায় বসে থাকব না
মাহমুদা মিতু বলেন, ‘প্রথম প্রথম আমি ভাবতাম মানুষ এগুলো বোঝে। এখন দেখলাম অনেক শিক্ষিত লোকও এ আই ছবি চিনতে পারছে না। এটা ভয়াবহ ব্যপার। মানুষ আসল নকলের পার্থক্য করতে পারছে না, এটা মারাত্মক ভয়াবহ ব্যাপার।’
তিনি বলেন, ‘আমি বুঝি না এই সময় এআই ছবি বানানোর মন হয় কি করে? আরো একটু বলি, হাদির কোনো আইসিইউ ছবি কোনো মিডিয়ার কাছে বা কোনো ব্যক্তির কাছেই নেই।যেসব ছবি ছড়ানো হচ্ছে, সেগুলো সত্য নয়। সবাই আমার ভাইটার জন্য দোয়া করেন, তার পরিবারের জন্য, আমাদের জন্য, দেশের জন্য দোয়া করেন। সবকিছু কেমন যেন লাগছে...।’