আনিস আলমগীরকে ছেড়ে দিলে গণধোলাইয়ের হুঁশিয়ারি ডাকসু নেতার
- ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছিলেন।
রবিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে মুসাদ্দিক লেখেন, ‘আনিস আলমগীরকে ডিবিতে আনা হয়েছে। তাকে ছেড়ে দিতে সরকারের উচ্চপর্যায় থেকে চাপ দেওয়া হচ্ছে বলে চাউর হয়েছে।’
আরও পড়ুন: ধানমন্ডির জিমনেশিয়াম থেকে ডিবির হাতে ‘আটক’ সাংবাদিক আনিস আলমগীর
তিনি আরও লেখেন, ‘এই পটেনশিয়াল খুনিকে যদি ছেড়ে দেওয়ার কোনো পায়তারা করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে দুটি কাজ করতে হবে। প্রথমত, তাকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, টিকটকার উপদেষ্টার কার্যালয় ঘেরাও দিতে হবে।’
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘সবাই প্রস্তুতি নিন। আইন যদি আইনের গতিতে অগ্রসর না হয়, তাহলে মাঝেমধ্যে আইন নিজ হাতে তুলে নিতে হয়।’