১৪ দিনে ৬ বিশ্ববিদ্যালয়ের ১২ ইউনিটের ভর্তি পরীক্ষা, দুর্ভোগে শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষার হল
ভর্তি পরীক্ষার হল © ফাইল ছবি

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চলতি বছর শেষ হতে আর ১৬ দিন বাকি। এ সময়ের মধ্যে ৬টি বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিনের সূচিতে অংশ নেবে লাখো ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে তাদের তীব্র ভোগান্তির শিকার হতে হবে বলে তারা জানিয়েছেন। 

মাত্র ১৪ দিনে ১২ ইউনিটের ভর্তি পরীক্ষায় বসতে হচ্ছে ভর্তিচ্ছুদের। মাত্র দুই সপ্তাহের মধ্যে অনেকের বিভিন্ন এলাকায় কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে তাদের অল্প সময়ে বিভিন্ন স্থানে যাতায়াতের ভোগান্তি পোহাতে হবে। পাশাপাশি বাড়তি খরচ তো আছেই। সবমিলিয়ে দুর্ভোগের শিকার হতে হবে তাদের।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। একই মাসে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এর আগেই অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাইছে। ফলে অল্প সময়ে অনেকগুলো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর চাপ গিয়ে পড়ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এর মধ্যে ‘এ’ ইউনিটে অংশ নেবে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলোর শিক্ষার্থীরা। আর‘বি’ ইউনিটে রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

পরদিন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটে থাকবে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে ‘ডি’ ইউনিটে অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা। 

এরপর ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। শুক্র ও শনিবার ব্যতীত এটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময় মোট ৭টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রাবিতে ভর্তিচ্ছুদের জন্য জরুরি নির্দেশনা, আসনবিন্যাস কিউআর কোডে

এ ছাড়া ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এতে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যাভিয়েশন, বিএসসি ইন এয়ারক্রাষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।  

অন্যদিকে, ২৭ ডিসেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। 

‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৮০, পদার্থ বিজ্ঞানে ৬০, রসায়নে ৪০ ও ইংরেজিতে ২০–সহ মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষা ৩ ঘণ্টার। এ বছরের উচ্চমাধ্যমিকে সিলেবাসে হবে পরীক্ষা। ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।