৮ ক্লাব ছাড়াই বিতর্কের আবহে শুরু প্রথম বিভাগ ক্রিকেট

শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট
শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে নানা সংকট। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও ক্লাবগুলোর মতামত উপেক্ষার অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কটের ঘোষণা দেয় ঢাকার শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাব। যার প্রভাব আজ (১৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগেও পড়েছে।

২০টি ক্লাব নিয়ে মাঠে গড়ানোর কথা থাকলেও এবারের আসরে ৮টি ক্লাবই অংশ নিচ্ছে না। ফলে প্রতিযোগিতার শুরু থেকেই লিগের গ্রহণযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অংশ না নেওয়া ক্লাবগুলোর দাবি, বিসিবির নির্বাচনে গঠনতন্ত্র লঙ্ঘন, ভোটার তালিকা নিয়ে অনিয়ম এবং ক্লাবগুলোর স্বার্থ উপেক্ষা করেই বর্তমান বোর্ড ক্ষমতায় এসেছে। এসব অভিযোগের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কোনো ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন না তারা। 

এর আগে শনিবার বয়কট করা ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে অন্তর্ভুক্ত করে প্রথম বিভাগ লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি জমা দেন। ঠিক সেই সময়েই বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হচ্ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি। দাবি আদায়ে চাপ বাড়াতে এর আগেও বিসিবি কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন ক্রিকেটাররা।

আরও পড়ুন : বাংলাদেশের আগামীর তারকা জাওয়াদ, ব্যাটে লিখলেন ইতিহাস

এ নিয়ে গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘২০ দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। আর নয়তো ২০ দলের সব ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে।’

প্রিন্স আরও বলেন, ‘১২ দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে আর সেখানে পারিশ্রমিক হবে ৫০-৬০ হাজার টাকা। আমার মনে হয় এটা একটা বৈষম্য।’