সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইডেন, করুন আবেদন

সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে সুইডেন বহু বছর ধরে নাগরিকদের জন্য স্থিতিশীল ও সমৃদ্ধ আর্থ–সামাজিক পরিবেশ গড়ে তুলেছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শেনজেন অঞ্চল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বব্যাপী সমভাবে স্বীকৃত মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। ফলে উচ্চশিক্ষা, নিরাপদ জীবনযাত্রা ও সম্ভাবনাময় কর্মক্ষেত্রের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে সুইডেন এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের  চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ’ এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ মোট ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যারয়। এ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা ও শিক্ষার ওপর জোর দিয়ে থাকে। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইডেনে মোট ৩টি বিশ্ববিদ্যালয় ব্যক্তির নামে নামকরণ হয়। চালমার্স ছাড়া অন্য দুটি হল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে;

*দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন;

আরও পড়ুন: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো  হতে হবে;

*নির্ধারিত ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি); 

*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ;

*মোটিভেশন লেটার;

*রিকমেন্ডেশন লেটার;

*প্রকল্পের পোর্টফোলিও;

*প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।