গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে চমক—বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন যারা
- ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা ঘোষিত হয়েছে ৮ ডিসেম্বর। যেখানে দারুণ চমক নিয়ে এসেছে জন এম. চু পরিচালিত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড : ফর গুড’। সেরা সিনেমা বিভাগে জায়গা না পেলেও সিনেম্যাটিক ও বক্সঅফিস অ্যাচিভমেন্ট বিভাগে মনোনয়ন পেয়ে সান্ত্বনা খুঁজেছে ছবিটি। ২১ নভেম্বর আমেরিকায় মুক্তি পাওয়া ১৫০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমা এরই মধ্যে বক্সঅফিস থেকে আয় করেছে প্রায় ৪৪১ মিলিয়ন ডলার। সিনেমাটিতে অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডি, সিনথিয়া এরিভো, জনাথন বেইলি, ইথান স্টেলার, বাওয়েন ইয়াং, মিশেল ইয়েও এবং জেফ গোল্ডব্লামসহ আরও অনেকে।
এর মধ্যে শক্তিশালী অভিনয়ে নজর কাড়েন সিনথিয়া এরিভো—সেরা অভিনেত্রী বিভাগে তিনি মনোনয়ন পেয়েছেন। সেরা সহ-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন আরিয়ানা গ্র্যান্ডি। তবে একই বিভাগের সবচেয়ে সন্তোষজনক মনোনয়ন হিসেবে বিবেচিত হচ্ছে ‘উইপন্স’ সিনেমার খলঅভিনেত্রী অ্যামি ম্যাডিগানের নাম। এ বিভাগে আরও আছেন ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর এমিলি ব্লান্ট, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র এলি ফ্যানিং এবং ‘ওয়ান ব্যাট্ল আফটার অ্যানাদার’-এর তিয়ানা টেইলর।
‘উইকেড : ফর গুড’-কে হারিয়ে বেস্ট মোশন পিকচার (মিউজিক্যাল অর কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছে ব্লু মুন, বুগোনিয়া, মার্টি সুপ্রিম, নো আদার চয়েস এবং ওয়ান ব্যাট্ল আফটার অ্যানাদার। অন্যদিকে বেস্ট মোশন পিকচার–ড্রামা বিভাগে মনোনীত হয়েছে *ফ্রাঙ্কেনস্টাইন, হেমনেট, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং সিনার্স।
সেরা পরিচালকের তালিকায় রয়েছেন রায়ান কুগলার (সিনার্স), পল থোমাস এন্ডারসন (ওয়ান ব্যাট্ল আফটার অ্যানাদার), গিলার্মো দেল তোরো (ফ্রাঙ্কেনস্টাইন), জাফর পানাহি (ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট), জোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) ও ক্লোয়ে ঝাও (হ্যামনেট)।
আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ে হত্যায় অভিযুক্ত সেই গৃহকর্মীর নাম-পরিচয় জানা গেল
সেরা অভিনেতা (মিউজিক্যাল অর কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছেন টিমোথি শালোমেট (মার্টি সুপ্রিম), জর্জ ক্লুনি (জে কেলি), লিওনার্দো ডি-ক্যাপ্রিও (ওয়ান ব্যাট্ল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), লি বিয়াং হান (নো আদার চয়েস) এবং জেসি প্লেমন্স (বুগোনিয়া)।
বেস্ট পারফর্মার (ড্রামা) বিভাগে আছেন ডোয়াইন জনসন (দ্য স্ম্যাশিং মেশিন), জেরেমি এলেন হোয়াইট (স্ট্রিংস্টিন : ডেলিভার মি ফ্রম নোহয়্যার), জোয়েল অ্যাডগার্টন (ট্রেইন ড্রিম্স), মাইকেল বি. জর্ডান (সিনার্স), অস্কার আইজ্যাক (ফ্রাঙ্কেনস্টাইন) এবং ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অর কমেডি) বিভাগে সিনথিয়া এরিভোর সঙ্গে মনোনীত হয়েছেন অ্যামান্ডা সেফ্রাইড (দ্য টেস্টামেন্ট অব অ্যান লি), চেইজ ইনফিনিটি (ওয়ান ব্যাট্ল আফটার অ্যানাদার), এমা স্টোন (বুগোনিয়া), কেইট হাডসন (সং সাং ব্লু) এবং রোজ বায়ার্ন (ইফ আই হ্যাড লেগ্স আই উড কিক ইউ)।
সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে আছেন ইভা ভিক্টর (সরি বেবি), জেনিফার লরেন্স (ডাই মাই লাভ), জেসি বাকলে (হ্যামনেট), জুলিয়া রবার্টস (আফটার দ্য হান্ট), রেনেট রেইন্সভি (সেন্টিমেন্টাল ভ্যালু) এবং টেসা থম্পসন (হেড্ডা)।
সেরা সহ-অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন বেনিসিও দেল তোরো, জ্যাকভ এলোর্ডি, পল মেস্কাল, শন পেন, অ্যাডাম স্যান্ডলার এবং স্টেলান স্কার্সগার্ড।
সেরা এনিমেটেড সিনেমা বিভাগে মনোনীত হয়েছে আর্কো, এলিও, কেপপ ডেমন হান্টার্স এবং জুটোপিয়া টু।
নন-ইংলিশ ভাষার সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নো আদার চয়েস, সেন্টিমেন্টাল ভ্যালু, সিরাত, দ্য সিক্রেট এজেন্ট এবং দ্য ভয়েস অব হিন্দ রজব।
সেরা বক্সঅফিস অ্যাচিভমেন্ট বিভাগে ‘উইকেড : ফর গুড’-এর সঙ্গে রয়েছে অ্যাভেটর : ফায়ার অ্যান্ড অ্যাশ, এফওয়ান, কেপপ ডেমন হান্টার্স, মিশন : ইম্পসিবল - দ্য ফাইনাল রিকনিং, সিনার্স, উইপন্স এবং জুটোপিয়া–টু।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি। সিবিএস টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে, আর সঞ্চালনায় থাকবেন নিকি গ্লেজার।