পাকিস্তানি উঠতি তারকাকে দলে ভেড়াল নোয়াখালী

পাকিস্তানের অলরাউন্ডার মাজ সাদাকাত
পাকিস্তানের অলরাউন্ডার মাজ সাদাকাত © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে দলে পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার মাজ সাদাকাতকে ভেড়ালো নোয়াখালী এক্সপ্রেস। মাত্র ২০ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি, বিশেষ করে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এ তার টানা পারফরম্যান্সের পরই।

টুর্নামেন্টজুড়ে সাদাকাত ছিলেন সম্পূর্ণ ভিন্ন মহলে। ব্যাট হাতে ৫ ইনিংসে ২৫৮ রান করে হন সর্বোচ্চ রানসংগ্রাহক। তার ব্যাটিং গড় ১২৯, স্ট্রাইক রেট ১৭৭ দশমিক ৯৩, যা কি না প্রতিপক্ষদের জন্য স্পষ্ট হুমকির বার্তা পাঠানোর মতোই। শুধু ব্যাটিং নয়, বল হাতে নিয়েও ছিলেন সমান প্রভাবশালী। দারুণ নিয়ন্ত্রণে ৭.৪২ ইকোনমিতে ঝুলিতে জমা করেছেন ৭ উইকেট।

তার এমন পারফরম্যান্স নজর এড়ায়নি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত তুমুল প্রতিযোগিতার মাঝেই নোয়াখালী এক্সপ্রেস দলে টেনে নেয় এই প্রতিভাবান তরুণকে। 

আরও পড়ুন : পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে বড় চমক রংপুরের

একনজরে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী।