বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী কে?
- ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্রীও দলটির সংযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেত্রী শ্যামলী সুলতানা জেদনী। হান্নান নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ফেসবুকে বিয়ের পোস্ট দেন আব্দুল হান্নান মাসউদ। এতে শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে একটি ছবি শেয়ারও করেছেন তিনি। জানা গেছে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা। তিনি নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
আরও পড়ুন: ‘পানির দামে ফ্ল্যাট আওয়ামী আমলা-বিচারকদের’, খালেদা জিয়ার চিকিৎসাসহ পত্রিকায় গুরুত্ব পেয়েছে যেসব খবর
এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।’
গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি জানিয়েছিলেন হান্নান মাসউদ।
শ্যামলী সুলতানা জেদনী গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। পরে সংগঠনটি বিলুপ্ত হলে নতুন করে জাতীয় ছাত্রশক্তি গঠিত হলে তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।