রাবি ভর্তির আবেদন ছাড়াল ২ লাখ, বেশি ‘সি’ ইউনিটে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর। এদিন বেলা ১২টা থেকে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। এ পর্যন্ত তিন ইউনিটে আবেদন পড়েছে ২ লাখ ৩ হাজার ৩৭৮টি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তার দেওয়া তথ্য অনুযায়ী, ‘সি’ ইউনিটে বেশি আবেদন করেছেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৩৭৮টি। 

‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৮৫ হাজার ৭০০টি। এ ছাড়া ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ২১ হাজার ৭৭৩ এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৯৫ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনপ্রতি আবেদন ৬২ ছাড়াল

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। সব ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।